Best Facebook Bangla Comments – फेसबुक एक ऐसा सोशल मीडिया प्लेटफॉर्म है जहां पर दुनिया भर के सभी लोग अपने फोटोस और विचार शेयर करते हैं.
और उन पोस्ट पर लोग अपनी टिप्पणी विचार कमैंट्स के माध्यम से शेयर करते हैं तो इस पोस्ट में हम आपको bangla comments For Facebook इंस्टाग्राम के लिए शेयर करने वाले हैं
क्योंकि फेसबुक bangla comments के बारे में काफी लोग सर्च करते हैं तो इस पोस्ट के माध्यम से आपको bangla comments , bangla funny picture comments to say, facebook comment photo bangla And bangla photo comment new , bangla funny comment मिलने वाले हैं ।

दोस्तों हमने अपनी पिछली पोस्ट में है मराठी कमेंट और फेसबुक इंस्टाग्राम के लिए Fadu Comments , Funny Comments , Fb stylish Comments For girls & boys के लिए पोस्ट शेयर करे है और उसके साथ साथ हमने फेसबुक व्हाट्सप्प के लिए स्टेटस शेयर करे है आप उनको भी जरूर चेक करे
तो इस पोस्ट में आपको बेहतरीन बंगला कमैंट्स शेयर करने वाले हैं जिनको आप फेसबुक पर अपने दोस्तों के फोटो पर कमेंट के लिए उपयोग कर सकते हैं और उसके साथ-साथ अगर आप इंस्टाग्राम का इस्तेमाल करते हैं.
तो इंस्टाग्राम के पर अपने दोस्तों के फोटो पर इन कमेंट का इस्तेमाल कर सकते हैं तो बिना किसी देरी के जानते हैं bangla funny photo comment, bangla photo comment, और स्टाइलिश bangla comments for facebook के बारे में
विषय-सूची
Top 50+ Best Bangla Comments For Facebook Girls & boys –
_1#.
Shayari Bangla comments for facebook
“পাশাপাশি বাজবে শঙ্খ সবার ঘরে ঘরে। তুমি নববধূর বেশে যেদিন পা রাখবে আমার দ্বারে।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_2#.
funny bangla comments for facebook
“ডাকছে কোকিল প্রেমের আগুন হুহু করে জ্বলে। দাঁড়িয়ে আছি সারাক্ষণ আমি তুমি আসবে বলে।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_3#.
bangla pic comments for facebook –
“মন চেয়েছে আজকে আমি হারিয়ে যাব তােমার সাথে। অঙ্গীকারের রাখী তােমায় পরিয়ে দিলাম হাতে।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_4#.
“আঁধার রাতে জলে আলাে তারায় তারায়।। প্রেয়সী গাে জ্বালাে প্রদীপ আমার আঁধার হিয়ায়।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_5#.
bangla comment for girl pic –
কাউকে আবেগের ভালােবাসা দিওনা, মনের ভালােবাসা
দিও। কারন আবেগের ভালােবাসা একদিন বিবেকের
কাছে হেরে যাবে আর মনের ভালােবাসা চিরদিন থেকে
যাবে।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_6#.
best comment for girl pic in bangla-
স্বপ্ন দেখাে, একটি স্বপ্ন রাতে যখন তুমি ঘুমিয়ে পড়াে হাসাে একবার আগামী কাল যা তুমি রাখতে পারবে, তােমার সব স্বপ্ন এবং ইচ্ছা পূর্ণ হােক, কারণ আমি তােমার মতাে বন্ধু কোথাও পাই নি।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_7#.
fb bangla comment pic –
Spno dekho, ekti sapno rate jkhon tumi ghumiye poro, hso ekbar agami kalya ja tumi rakhte parbe, tomar sab, sapno Facebook Bangla Comments iccha purno hok, karon ami tomar moto bondhu kothao pai ni.
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_8#.
bangla facebook funny comments pic-
আমি তােমার জন্য হাসি পথেতে চাই যাতে তুমি সারাদিন ভালাে চিন্তা করতে পারাে এবং জীবন চলবে তােমার মতাে করে।।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_9#.
“চাঁদ তুমি যেমন রাত কে ভালোবাসো আমিও তেমনি একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না তেমনি আমার ভালোবাসাও সে বুঝে না ।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_10#.
bengali comments for love-
“সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_11#.
“ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে আমার নিকটে এসে—— আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে গিয়েছি ভেসে~~~~”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_12#.
fb bangla comment pic
“Valobasha esho ghumiye poro he, Amar nikote eshe……. Ami jani ami tomar premer joware, giyechi vese…….”
“যদি হারিয়ে যাই জীবনের তরে, স্মৃতি গুলো ভুলো না, রেখো যত্ন করে, স্মৃতির মাঝে হয় তো খুঁজে পাবে আমায়, সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়.”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_13#.
fb bangla comment pic
“তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_14#.
যখন সবকিছু ভুল বলে মনে হবে, যখন হৃদয় দুঃখে অনুভবে চোখ জলে ভরে আসবে, সবসময় একটি কথাই মনে রাখাে আমি তােমার সঙ্গে ছিলাম, এখনাে আছি সবসময় থাকবাে।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_15#.
চিঠি লিখছি রক্ত দিয়ে, খালি ভাবােনা, চিঠি লিখছি রক্ত দিয়ে, কালি ভাবাে না,
একজনরুগির স্যাম্পেল নিয়েছিলাম আমার ভাবাে না।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_16#.
“এই তাে সেদিন তুমি আমাকে বােঝালে, বরপণ নেয় যারা তাদের ঘৃণা করাে। তবে এখন কেন বিয়ের নাম শুনেই আবার বলছ বাড়িগাড়ি চাইতে পারাে।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_17#.
“তােমায় নিয়েই আমার মনের মাঝে হাজার চাওয়া-পাওয়া। তােমারই বধূ হয়ে আমার সারাজীবন গান গাওয়া।।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_18#.
bangla funny facebook comment picture
“কলঙ্কের কালি যেমন মেলেছে আকাশের চাঁদ আমার গায়ে দিল কালি তােমার প্রেমের ফাঁদ।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_19#.
bangla facebook funny comments pic
“সারাদিন ঝরঝর খুব হচ্ছে বরিষণ। সন্ধ্যা হলাে, তােমায় পেতে খুব চাইছে আমার মন।”
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_20#.
Bangla facebook funny comments pic
নীল আকাশের নীল পাখি
মন চায় সারাদিন তোমার চোখে চোখ
মেলে তাকিয়ে থাকি
দিওনা আমাকে ফাঁকি
আমি যে তোমায় কতো ভালোবাসি
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_21#.
Vorete pakhir dak
hoyechhi kupokat
Dhorte giye ranjona
Tomar hat
ভোরেতে পাখির ডাক
হয়েছি কুপোকাত
ধরতে গিয়ে রঞ্জনা
তোমার হাত
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_22#.
facebook bangla comment photo –
জীবনে চলার পথে
যদি আসে কোনো বাধা
হাত টা ছাড়বো না
দিলাম আমি তোমায় কথা
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_23#.
facebook bangla comment pic –
যদি কখনো মনে হয় একা
যেখানেই থাকি না কেনো দিবো তোমায় দ্যাখা
মনে যদি কষ্ট আসে
থাকবো আমি তোমার পাশে
যদি কখনো কান্না পায়
মুছিয়ে দিবো জল মনের অন্তরায়
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_24#.
একবার বলি বার বার
বলি হাজার লক্ষ বার
তুমি আমার আমি তোমার
তুমি যে আমার
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_25#.
bangla shayari 2020 –
ও আমার চাঁদের আলো
লাগছে তোমাকে খুব ভালো
তোমার ওই হাত টা ধরে রাখবো
সারাজীবন একি সাথেই থাকবো
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_26#.
ভালো লাগে আকাশের তারা গুলো গুনতে
ভালো লাগে বসে বসে তোমার কথা শুনতে
ভালো লাগে তোমার ছবি আমার মনে আঁকতে
ভালো লাগে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে রাখতে
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_26#.
facebook comments bangla-
আমার এই মনে তোমার ছবি আঁকবো
সারা জীবন এক সাথে পাশে পাশে থাকবো
দূরে কোথাও চলে গেলে
বুকে টেনে রাখবো
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_27#.
facebook comment bangla pic-
চাঁদের ওই মিষ্টি হাসিতে
তোমার ওই সুন্দর আখিতে
কতো স্বপ্ন দেখেছি
মনে যত্ন করে রেখেছি
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_28#.
রংঙেতে রাঙিয়ে দিবো
তোমার দুটি গাল
এভাবেই বাসবো ভালো
তোমায় চিরকাল
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_29#.
fb comment photo comedy bengali
আমার এই মনটা শুধু
তোমার কাছেই থাকে
যত্ন করে রেখে দিয়ো
ফেলে দিয়ো না ফাঁকে
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_30#.
fb comment photo bengali-
রাতের ওই অন্ধকার
দিনের ওই আলো
কেনো আমায় লাগে
তোমাকে এতো ভালো
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_31#.
facebook comments picture bengali
আমি যতো দিন তোমার পাসে থাকবো
শুধু তোমাকেই ভালোবাসবো
আমি যতো দিন তোমাকে মনে রাখবো
শুধু তোমার হাতেই আমার হাত টা রাখবো
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_32#.
facebook picture comments bangla
মন চায় আজ কতো গান করতে
মন চায় আজ তোমার হাত টা ধরতে
মন চায় আজ সারাদিন হাসতে
মন চায় আজ তোমাকে ভালোবাসতে
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_33#. Best Facebook Bangla Comments For Girls & Boys
আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_34#.
fb photo comments bangla –
কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_35#.
fb comments bangla –
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে,
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_36#.
বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_37#.
তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_38#.
best comment for girl pic on fb in bengali-
তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_39#.
Best Facebook Bangla Comments For Girls & Boys –
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা………।।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_40#.
Facebook Bangla Comments –
যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_41#.
stylish bangla comments –
তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_42#.
bangla comment for girl pic –
ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে——
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে~~~~~~~~
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_43#.
facebook bangla funny comment photo –
আস্তে আস্তে নিচের দিকে দেখুন প্রচুর শায়রির ছবি পাবেন, শায়রি আছে আমাদের অন্যান্য পোস্টগুলিতেও। যে ছবিটা ভাললাগবে সেটায় ক্লিক করুন দেখুন শেয়ার করার অপশন পাবেন।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_44#.
Best Facebook Bangla Comments For Girls & Boys
কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো, কারন প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_44#.
karo jonno buker moddhe sunnota onuvob korar nam valobasha. karo sathe pasha pashi cholar tibro icchar nam valobasha. karo sathe kotha bolte na pere chot pot korar nam valobasha. kauke niye vabte valo lagar nam valobasha.
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_45#.
bengali comment shayari –
“কিছু না” এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে,
কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট,
আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_46#.
bengali funny quotes for facebook download-
Akase vase megh, meghe vase brsity, akah ache bolei megher hoyeche sristy. akas peteche buk, shunno je tar deho, megh chara se dehete vasbe na ar keho.
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_47#.
Best Facebook Bangla Comments For Girls & Boys
age sopno dekhtam tomake hoyto ekdin valobase kache pabo, ekhon sopno dekhi tumi amay valo na vebleo, ami sarata jibon tomay valobeshe jabo.
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_48#.
bangla pic comments for facebook-
কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালোবাসা । কারো চোখের কোনে দু ফোঁটা জল দেখে কেঁদে ফেলার নাম ভালোবাসা । কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালোবাসা ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_49#.
funny bangla comments for facebook-
নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।
☆━━━━━☆☆☆☆━━━━━☆
_50#.
beautiful bangla comment –
Otiter sob na paowa gulo vule giye agamir sopno gulo sotti korar pothe egiye cholo..
☆━━━━━☆☆☆☆━━━━━☆
उम्मीद है आपको बंगला कमैंट्स (Best Facebook Bangla Comments ) के बारे में यह पोस्ट जो पसंद आई होगी अगर आपको यह पोस्ट पसंद आई हो तो इसको सोशल मीडिया पर जरूर शेयर करें और साथ ही कमेंट करके आप अपना पसंदीदा बंगला कमेंट या बंगाली शायरी कमेंट करके जरूर मेंशन करें और हमारे ब्लॉक से जुड़े रहे
Popular Posts –
- Top 40+ Funny Stylish Marathi Comments For Girls FB Instagram
- Top 1000+ Instagram Comments For Girls & Boys
- Top 200+ Fadu Comments For Instagram Facebook Whatsapp